প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরাক্রমশালী আল্লাহর অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। ইতোমধ্যে সকলেই অবগত আছেন যে, জামাতে শরতে জামী ও শরহে বেকায়া একই ক্লাস। তবে নতুন শিক্ষার্থীদের অনেকেই শরতে জামী ও শরহে বেকায়া জামাতকে আলাদা আলাদা মনে করে। এজন্য অনেকেই বলে শরহে বেকায়া জামাতের কিতাব চাই, আবার অনেকেই বলে জামাতে শরহে জামীর কিতাব চাই।
আসলে শরতে জামী ও শরহে বেকায়া নামকরণ করা হয়েছে কিতাবের নামের ভিত্তিতে। অর্থাৎ, কাঙ্খিত এই ক্লাসে ’শরতে জামী’ নামে একটি কিতাব আছে, আবার ‘শরহে বেকায়া’ নামেও একটি কিতাব আছে। যাইহোক, কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আজ আমরা এই ক্লাসের সকল কিতাবের Pdf শেয়ার করছি।
শরহে বেকায়া জামাতের সকল কিতাব
- শরহে বেকায়া
- নুরুল আনওয়ার
- তরিকুল ইনশা ৩য় খন্ড
- মাকামাতে হারীরী
- মুখতাসারুল মা’আনী২য় খন্ড
- মুখতাসারুল মা’আনী ১ম খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ১ম খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ২য় খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৩য় খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৪র্থ খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৫ম খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৬ষ্ট খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৭ম খন্ড
- তফসীরে মা আরেফুল কোরআন ৮ম খন্ড
- শানে নুযূল
- শরহে তাহজিব
- তাফসীরে আনওয়ারুল কুরআন ১ম খন্ড
- তাফসীরে আনওয়ারুল কুরআন ২য় খন্ড
- তাফসীরে আনওয়ারুল কুরআন ৩য় খন্ড
- তাফসীরে আনওয়ারুল কুরআন ৪র্থ খন্ড
- তাফসীরে আনওয়ারুল কুরআন ৫ম খন্ড
- তাফসীরে আনওয়ারুল কুরআন ৬ষ্ট খন্ড
- আশরাফুল আমানী
Very interesting details you have mentioned, regards for putting up.Blog money