শরহে বেকায়া জামাতের সকল কিতাব pdf ডাউনলোড করুন: কওমী মাদ্রাসার দরসে নেজামীর সকল কিতাব ডাউনলোড করুন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরাক্রমশালী আল্লাহর অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। ইতোমধ্যে সকলেই অবগত আছেন যে, জামাতে শরতে জামী ও শরহে বেকায়া একই ক্লাস। তবে নতুন শিক্ষার্থীদের অনেকেই  শরতে জামী ও শরহে বেকায়া জামাতকে আলাদা আলাদা মনে করে। এজন্য অনেকেই বলে শরহে বেকায়া জামাতের কিতাব চাই, আবার অনেকেই বলে জামাতে শরহে জামীর কিতাব চাই।

আসলে শরতে জামী ও শরহে বেকায়া নামকরণ করা হয়েছে কিতাবের নামের ভিত্তিতে। অর্থাৎ, কাঙ্খিত এই ক্লাসে ’শরতে জামী’ নামে একটি কিতাব আছে, আবার ‘শরহে বেকায়া’ নামেও একটি কিতাব আছে। যাইহোক, কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আজ আমরা এই ক্লাসের সকল কিতাবের Pdf শেয়ার করছি

শরহে বেকায়া জামাতের সকল কিতাব

1 thought on “শরহে বেকায়া জামাতের সকল কিতাব pdf ডাউনলোড করুন: কওমী মাদ্রাসার দরসে নেজামীর সকল কিতাব ডাউনলোড করুন”

Leave a Comment